স্বর্ণ-রুপার পাত্র ব্যবহারে ইসলামের বিধান

14735

 

পাত্র

যেসকল পাত্রে পানি ইত্যাদি সংরক্ষণ করা হয়

পানাহার ইত্যাদিতে সকলপ্রকার পাত্র ব্যবহার করা যায় তবে স্বর্ণ ও রুপার পাত্র ব্যতীত। এ সম্পর্কে বিস্তারিত নিম্নে উপস্থাপন করা হলো:

পানাহারে স্বর্ণ ও রুপার পাত্র ব্যবহার

এটা হারাম। কারণ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমরা স্বর্ণ ও রুপার পাত্রে পান করবে না। আর এসবের পাত্রে খানা খাবে না। এগুলো দুনিয়াতে তাদের জন্য আর আমাদের জন্য রয়েছে আখেরাতে তিনি আরো বলেছেন, যে ব্যক্তি রুপার পাত্রে পান করবে সে তার পেটে জাহান্নামের আগুন টেনে বেড়াবে।(বর্ণনায় বুখারী ও মুসলিম)

পানাহার ব্যতীত অন্য কাজে স্বর্ণ ও রুপার পাত্র ব্যবহার

পানাহার ব্যতীত অন্য কাজে এর ব্যবহার জায়েয, যেমন অজু ইত্যাদিতে ব্যবহার করা। কেননা উল্লিখিত হাদীসটিতে শুধু পানাহারের কথা বলা হয়েছে। হাদীসে এসেছে যে, উম্মে সালামা রাযি. এর কাছে রুপার একটি বাটা ছিল, আর তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কয়েকটি কেশ রাখা ছিল।’(বর্ণনায় বুখারী)

রুপাযুক্ত পাত্র ব্যবহার

প্রয়োজনে সামান্য রুপাযুক্ত পাত্র ব্যবহার জায়েয। কেননা হাদীসে এসেছে যে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাপ ভেঙ্গে গেলে তিনি ফাটা স্থানে রুপার চেইন লাগিয়েছিলেন।
(বর্ণনায় বুখারী)

পুরুষ লোকের স্বর্ণ ব্যবহার

পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার জায়েয নয়। আবু মূসা আল আশআরী রাযি. থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আমার উম্মতের পুরুষদের জন্য রেশমী কাপড় ও স্বর্ণ ব্যবহার হারাম করা হয়েছে, আর

নারীদের জন্য হালাল করা হয়েছে।’ বর্ণনায় তিরমিযী